বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের মাহমুদপুর স্কুল মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এনসিপি নেতা গাজী সোহেল আরমান।
টুর্নামেন্টে স্থানীয় দুটি দল দরাজহাট ইউনিয়ন বনাম বাসুয়াড়ী ইউনিয়ন অংশগ্রহণ করে। খেলার শুরু থেকেই মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়রা মনোমুগ্ধকর খেলা উপহার দিলে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন। খেলার শক্তিশালী দরাজহাট ইউনিয়ন বিজয়ী পুরস্কার লাভ করে।
আয়োজনকে ঘিরে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান,এনসিপির কেন্দ্রিয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলা এনসিপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জুয়েল, এনসিপির বাঘারপাড়া উপজেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, কৃষকদল বাসুয়াড়ী ইউনিয়নের সভাপতি তৌহিদুর রহমান প্রমুখ।