Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒অভয়নগরে লিমন হত্যার খুনি গ্রেপ্তার, ভ্যান ও ব্যাটারি উদ্ধার

‘বিদেশে যাওয়ার টাকা জোগাড় করতে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা’

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৫৭:১৩ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ভ্যান চালক লিমন শেখের খুনি বিল্লাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ভ্যান ও ব্যাটারী। বুধবার সকালে উপজেলার নূরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন। বিল্লাল হোসেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের বুনোরবাড়ি এলাকার তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে নূরবাগ এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যান চালক লিমনকে হত্যা ও ভ্যান ছিনতাইয়ের কথা স্বীকার করে সে। আদালতেও স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বিল্লাল।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘বিদেশে যাওয়ার জন্য টাকা জোগাড় করতে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে আসামি বিল্লাল হোসেন। ঘটনার দিন সোমবার (১১ আগস্ট) রাত ১০ টার দিকে নূরবাগ এলাকা থেকে দুই শত টাকায় লিমনের ভ্যান ভাড়া করে। এরপর ভৈরব সেতু পার হয়ে শংকরপাশা গ্রামে নাসির ফারাজীর বাগানের কাছে পৌঁছালে চালক লিমনকে মারপিট শেষে শ্বাসরোধে হত্যা করে এবং ভ্যান নিয়ে পালিয়ে যায় সে।’ ওসি আরো বলেন, ‘চারটি ব্যাটারী খোলার পর নিজ বসতঘরের মেঝে খুড়ে ভ্যানটি মাটিচাপা দিয়ে রাখা হয়। এরপর ব্যাটারীগুলো উপজেলার চাকই বাজারের ভাঙারি ব্যবসায়ী লিটনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে একটি ব্যাটারী খুলনার ফলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের সঞ্জয় নামে এক যুবকের কাছে বিক্রি করে লিটন। আসামির স্বীকারোক্তি মোতাবেক দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ব্যাটারী ও ভ্যান উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে নাসির ফারাজীর বাগান থেকে ভ্যান চালক লিমন শেখের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিমন শেখ উপজেলার বুইকারা গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। ঘটনার একদিন পর ১৩ আগস্ট সকালে নিহতের পিতা আবুল কাশেম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।   

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)