কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ট্রাকের চাপায় পড়ে জয়দেব সরকার (৫০) নামে এক স্বর্ণের কারিগর নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে কেশবপুর পৌর শহর থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি আলতাপোল গ্রামের তালতলা এলাকায় ফিরছিলেন জয়দেব সরকার। পথিমধ্যে কেশবপুর-চুকনগর আঞ্চলিক সড়কের বুজতলা নামক স্থানে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহত জয়দেব সরকার পেশায় একজন স্বর্ণের কারিগর ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কেশবপুর বাজারে স্বর্ণের দোকানে কাজ করতেন। হঠাৎ তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।