নিজস্ব প্রতিবেদক : তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক নারী সমাবেশ যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বাঁকড়া হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা তথ্য অফিস আয়োজিত এই অনুষ্ঠানে যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান, ঝিকরগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান ও বাঁকড়া হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুলের অধ্যক্ষ মনিরুজ্জামান। জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্ব প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সমাবেশে দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।