নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ইমামরাই সমাজের নেতা সমাজ সংস্কারে ইমামদের বেশি ভূমিকা রাখতে হবে। ইমামদের ভয় পেলে চলবে না, নির্ভয়ে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি সুখী সমৃদ্ধ সমাজ জাতিকে উপহার দিতে চায়।
মঙ্গলবার বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দোহাকুলা ইউনিয়ন আমির মাওলানা আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও দোহাকুলা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জিল্লুর রহমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শফিউল্লাহ।