চৌগাছা প্রতিনিধি: জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে তাদের ব্যক্তিগত সম্পদ বাড়েনা। বরং তাদের সম্পদ কমে যায়। জামায়াত সরকার গঠন করলে দেশের সকল মানুষের অধিকার সমান হবে। জামায়াতের একজন কর্মী যে সুযোগ সুবিধা পাবেন অন্য দলের এবং ভিন্ন ধর্মাবলম্বীরাও একই সুবিধা ভোগ করবেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বৃহস্পতিবার চৌগাছা কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় তিনি এসব কথা বলেন।
আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রস্ততি নেয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্ব আসলে পাঁচ বছরে দেশ বদলে যাবে, ইনশাআল্লাহ। শহিদদের রক্তের সাথে কেউ বেইমানী করলে জাতি তাদের ক্ষমা করবেনা।
সম্মেলনে পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র পৌরসভার মেয়র প্রার্থী মাস্টার কামাল আহমেদ ।
মাও. রিজাউল ইসলামের পরিচালনায় এসময় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. নুরুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাস্টার ইমদাদুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার জিল্লুর রহমানসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া কর্মী সম্মেলনে পৌর জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।