Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে সহায়তা পেল বন্যায় ক্ষতিগ্রস্তসহ শিক্ষার্থীরা

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৫৭:১৬ পিএম

 

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২ জন শিক্ষার্থী, ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৩টি পরিবারকে সহায়তাসহ শিক্ষাবৃত্তি হিসেবে প্রায় ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ইউএসএ’র আর্থিক সহযোগিতায় ২০২৪ সালের ভয়াবহ বন্যায় কেশবপুরে ক্ষতিগ্রস্ত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা ও ১৩টি পরিবারকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৪০জন শিক্ষার্থীকে ২ লাখ ৪০ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। এছাড়া ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে দেশসেরা হওয়ায় গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ১ লক্ষ টাকা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হকি খেলোয়াড় সোনিয়া খাতুন ও আঁখি সুলতানা সাথীর চার বছরের লেখাপড়ার দায়িত্ব নিয়ে তাদেরকে প্রথম তিন মাসের বৃত্তি হিসেবে ১৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক ও বৃত্তির টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখসোনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হায়দার আলী, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী। স্বাগত বক্তব্য দেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং শিক্ষার্থীরা সহায়তা ও বৃত্তি পেয়ে খুশি প্রকাশ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)