প্রেসবিজ্ঞপ্তি: সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাব চৌগাছার সামনে উপজেলার প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাব চৌগাছার আহবায়ক অধ্যক্ষ শিহাব উদ্দিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সদস্য সচিব, মুকুরুল ইসলাম মিন্টু, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদুর রহমান, টিপু সুলতান, ইমাম হোসেন সাগর, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ফারুক হোসেন, মেহেদী হাসান শিপলু, খলিলুর রহমান জুয়েল,নুরুল আলম, শাহিন সোহেল, কবিরুল ইসলাম, সুমন হোসেন, সজিব হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।