Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৬ দলীয় দাবা প্রতিযোগিতা

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৫৭:১৪ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ার মহিরন বোলদেঘাটা মোড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ১৬ দলীয় দাবা প্রতিযোগিতা। স্থানীয় বিএনপি নেতা মো: মাসুদুর রহমান রিপোনের সার্বিক সহযোগিতায় এবং রাকিবুল ইসলামের দক্ষ পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতা দাবা প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সী  অভিজ্ঞ খেলোয়াড়রা। খেলায় উপস্থিত ছিলেন যশোর জেলা দাবা চ্যাম্পিয়ন মো: কাসেদ আলী, বিশিষ্ট দাবাড়ু মো: হাদিউজ্জামান ফিরোজ, বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় মো: খলিলুর রহমানসহ স্থানীয় ও আশপাশ এলাকার বহু দাবা অনুরাগী।

দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হন যশোর জেলা দাবা চ্যাম্পিয়ন মো: কাসেদ আলী। রানারআপের গৌরব অর্জন করেন মো: হাদিউজ্জামান ফিরোজ এবং তৃতীয় স্থান অধিকার করেন মো: ইকরামুল হোসেন ইকরাম। সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভিজ্ঞ দাবাড়ু মো: খলিলুর রহমান।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মো: মাসুদুর রহমান রিপোন, জসিম উদ্দিন, কায়েম আলী, সাখাওয়াত আলী মেম্বর, তুহিন পারভেজ, ইউসুফ আলী, জিহাদ আলী, তরিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মো: মাসুদুর রহমান রিপোন বলেন, “দাবা মেধা, কৌশল ও ধৈর্যের খেলা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করবে।”

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)