নিজস্ব প্রতিবেদক : ঝিকরগাছায় স্ত্রীর ছোড়া গরম পানিতে হাসানুল কবির (৪৭) নামে এক ব্যক্তির শরীর ঝলসে গেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ হাসানুল উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হাসানুল কবির ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেয় স্ত্রী শামীমা খাতুন। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ছোট ভাই জহুরুল ইসলাম জানান, স্বামী ও স্ত্রীর গোলযোগের জের ধরে এ ঘটনা ঘটানো হয়। গরম পানিতে তার বড় ভাই হাসানুল কবিরের দুই হাত পা বুক, মুখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, পুরুষ সার্জারি ওয়ার্ডে হাসানুল কবিরের চিকিৎসাসেবা চলছে। তার অবস্থা গুরুতর বলে মনে হচ্ছে।