খাজুরা (যশোর) প্রতিনিধি : দীর্ঘ ৩৫ বছর সততা আর নিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন শিক্ষকতা পেশায়। সবার সঙ্গে গড়ে উঠেছে প্রীতি আর ভালোবাসার এক নিবিড় সম্পর্ক। তাইতো তার বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার মানুষজন। একঝাঁক কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা।
বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়া উপজেলার হলিহট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হলিহট্ট আশার আলো সামাজিক সংগঠন ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
জালাল উদ্দীন ১৯৯১ সালে নিজের জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এরপর একে একে কেটে গেছে ৩৫ বছর। সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান তিনি। এদিন গুণী এই শিক্ষক ছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেনকেও ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়।
হুলিহট্ট আশার আলো সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান রানা বলেন, ‘জালাল ও আলতাফ স্যারের মতো জনপ্রিয় দুই শিক্ষককে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।’
বিদায়ী শিক্ষক জালাল উদ্দীন বলেন, ‘আজ আমি নিজেকে সার্থক মনে করছি। এ বিদ্যালয় থেকে প্রথমবারের মতো আমি ও আলতাফ স্যার সংবর্ধিত হলাম। এটি স্মরণীয় হয়ে থাকবে। আয়োজকদের প্রতি আমি চির কৃতজ্ঞ।’
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য ইয়াকুব মোল্যা, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হবিবার মোল্যা ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অভিভাবকবৃন্দ।