জীবননগর প্রতিনিধি : তারুণ্যের উৎসব-২০২৫, উপলক্ষ্যে যুব, কিশোর-কিশোরী ও প্রবীণদের উদ্যোগে জীবননগর উপজেলায় “বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
উথলী ইউনিয়নের শিংনগর মাধ্যমিক বিদ্যালয় ও সেনেরহুদা দাখিল মাদরাসা এবং কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের পরিচালক জহির রাহায়ন, ডা. আব্দুর রশিদ।
এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো অংশ গ্রহণ করেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকবৃন্দসহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ ও প্রত্যেক ওয়ার্ডের যুব ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।