কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জে আকস্মিকভাবে ভবনের উপর বিশাল আকৃতির শতবর্ষী একটি শিশু গাছ উপড়ে পড়েছে। এতে বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজ এর তার ছিড়ে ভবনের নিচে থাকা গল্পঘর রেস্টুরেন্ট ক্ষতিগ্রস্ত ও আগুনে একজন আহতসহ একটি মোটরসাইকেল পুড়ে গেছে। শনিবার বিকেল ৪ টার দিকে শহরের ব্যস্ততম ভূষণস্কুল সড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস টিম ও বিদ্যুৎ অফিসের লোকজন উদ্ধার কার্যক্রম চালিয়েছে। স্থানীয়রা জানায়, ঘটনার সময়ে ভবনের নিচে বেশ কিছু মানুষ উপস্থিত থাকলেও অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই শতবর্ষী শিশু গাছটি ছিল। লাগাতার বর্ষার কারণে সেই গাছের গোড়ার অংশের মাটি সরে গিয়ে দুর্বল হয়ে পড়ে। শনিবার বিকেলে আকস্মিকভাবে গাছটি হেলে উপড়ে পড়ে। প্রথমে বিদ্যুৎতের তার ছিলে গাছটি সামনের ভবনের উপর পড়ে। এতে ওই ভবন ও ভবনের নিচে রেস্টুরেন্টের বেশ ক্ষয়ক্ষতি ছাড়াও ইমরান নামে এক শেভ সামান্য আহত ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। তিনি জানান, ভূষণস্কুল সড়ক অত্যন্ত ব্যস্ততম সড়ক। গাছটি সড়কের উপর পড়ে থাকায় জনসাধারণের চলাচলের সমস্যা হচ্ছে। এজন্য তিনি স্থানীয়দের সাথে নিয়ে গাছটি সড়ক থেকে অপসারণের চেষ্টা করছেন।
ক্ষতিগ্রস্ত ভবনের মালিক টুটুল হোসেন জানান, ভবনের উপর থেকে দ্রুত গাছ না সরালে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, গাছ উপড়ে পড়ার কথা শুনে তিনি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠিয়েছেন। খুব দ্রুতই তারা সমাধান করবেন।