জীবননগর প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শোয়েইব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এটম। এছাড়া জীবননগর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।