Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাস্তায় বাঁধে জলাবদ্ধতা, কৃষকদের পাশে দাঁড়ালেন ইউএনও

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ১০:০৩:৪৫ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে কোলা বাজার সংলগ্ন বেগবতী নদীর উপর নির্মাণাধীন ব্রীজের পাশের বিকল্প রাস্তায় বাঁধ দেয়ার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে পশ্চিম অঞ্চলের ২৭টি গ্রামের কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। আহাজারি করতে থাকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এ সমস্যা নিরসনেই বুধবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। তিনি সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে আগামী ১২ ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে যাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। এর পরও জলাবদ্ধতা বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তা নিরসনে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহারিয়ার আকাশসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)