কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: আমরা পরীক্ষা দিতে চায়, আমাদের বঞ্চিত কর না। আমরাও বাংলাদেশের ভবিতষৎ, আমাদের সুযোগ দাও। শিক্ষা আমার অধিকার, বৃত্তি আমার অহংকার। মেধা যাচাইয়ে বিভেদ নয়, সবার জন্য বৃত্তি চায়। এমন দাবী লেখা শত শত প্লাকার্ড ফেস্টুন নিয়ে বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিকের বৃত্তি পরিক্ষায় অন্তভূক্তির দাবীতে উপজেলার অধর্ শতাধিক কিন্ডার গার্টেন ও শিশু একাডেমির সহশ্রাধিক শিশু শিক্ষার্থী সড়কে দাড়িয়ে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে তাদের সাথে একাত্মতা জানিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগনও অংশ নেয়। বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঔক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবী সম্বলিত এ স্মারকলিপি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে প্রদান করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি হামিদুর রহমান, ইকবাল হুসাইন, কেরামত আলী ও অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।