নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অনলাইনে ভর্তি সংক্রান্ত কার্যক্রম আজ শুরু হচ্ছে । ১১ আগস্ট পর্যন্ত পছন্দের কলেজের ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। অনলাইনে আবেদন শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য।
যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত চিঠির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে ১২ আগস্ট আবেদন যাচাই,বাছাই ও আপত্তি নিষ্পত্তি, ১৩ ও ১৪ আগস্ট শুধুমাত্র পুনঃনিরীক্ষাণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, ১৫ আগস্ট পছন্দক্রম পরিবর্তনের সময়। ২০ আগস্ট প্রথম পর্যায় নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ।
২২ আগস্ট শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন, শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে। তাকে পুনরায় ফিসসহ আবেদন করতে হবে। ২৩ থেকে ২৫ আগস্ট ২য় পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। ২৮ আগস্ট পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ। ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থী শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন, শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে। তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। ৩ সেপ্টেম্বর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় ম্ইাগ্রেশনের ফলাফল প্রকাশ । একই দিন তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে। ৪ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন, শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে। ৫ সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে। ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে হতে হবে শিক্ষার্থীদের। ১৫ সেপ্টেম্বর থেকে এদাশ শ্রেণির ক্লাস শুরু হবে।
অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোন ভর্তি কার্যক্রম করা হবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।