নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন পিকুল (৫৩) কে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। তিনি রাজাপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর পুত্র।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ঝিকরগাছা উপজেলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় দায়েরকৃত মামলা নম্বর ১৩।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ জানান, পানিসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।