জীবননগর প্রতিনিধি: জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় সাজ্জাদ হোসেন (১৯) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে পুলিশ আটক করে। সাজ্জাদ হোসেন জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন নারায়ণপুর গ্রামের কিশোরী এসএসসি পরীক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ১৫ জুলাই বিকেলে জীবননগর বাজার থেকে ওই পরীক্ষার্থী বাড়িতে ফিরছিল। পথিমধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সাজ্জাদ চট্টগ্রামে মামা আব্দুল হালিমের বাড়িতে নিয়ে যায়। সেখানে একাধিকবার ধর্ষণ করে। এসময় কিশোরীর পিতার চাপ সৃষ্টি করলে সাজ্জাদের পরিবারের লোকজন তাদের জীবননগর নারায়ণপুর গ্রামে জনৈক শরিফুলের বাড়িতে নিয়ে আসে। সেখানেও কিশোরীকে ধর্ষণ করে।
এ বিষয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ভুক্তভোগী কিশোরীর পিতা মামলা করলে সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে। পরে আসামি সাজ্জাদ ও ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।