Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে ৩২ লাখ টাকার দুইটি সোনার বার উদ্ধার

এখন সময়: শনিবার, ১৯ জুলাই , ২০২৫, ০৭:২২:১৮ এম

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৩২ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। ১৮ জুলাই শুক্রবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ৫৮ বিজিবির অধীনস্থ মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার বেলা দেড়টার দিকে গয়েশপুর কাদাবাগান নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করা হলে মোটরসাইকেল আরোহী গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর
ওজন ২৩২ গ্রাম। যার সিজার মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। আটককৃত স্বর্ণ এবং মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা বিজিবি জানিয়েছে। সর্বশেষ তথ্য মতে স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)