Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনা অঞ্চলের অ্যাস্ট্রো অলিম্পিয়াডের বাছাই পরীক্ষা সম্পন্ন

এখন সময়: শনিবার, ১৯ জুলাই , ২০২৫, ০৭:২২:১৭ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : মহাকাশ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করার লক্ষ্যে খুলনা বিভাগীয় পর্যায়ের এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৫ এর বাছাই পরীক্ষা শুক্রবার সকাল সাড়ে নয়টায় ফুলতলাস্থ মিলিটারি কলেজিয়েট স্কুল মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। খুলনা অঞ্চলের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৮ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্য থেকে উত্তীর্ণ সিনিয়র গ্রুপ থেকে ১৫ এবং জুনিয়র গ্রুপ থেকে ১৫ শিক্ষার্থীকে মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হয়। এমসিএসকের বয়েজ উইং অ্যাডজুট্যেন্ট মেজর আব্দুল্লাহ আল মাহিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গার্লস উইং অ্যাডজুট্যেন্ট মেজর আফসারী বিনতে আমিন, আরএমও ডাক্তার ক্যাপ্টেন আসমিয়া রহমান, প্রভাষক এস এম মাসুম বিল্লাহ, আবু হায়হান হুদয়, মোঃ এনায়েত হোসেন প্রমুখ। প্রসঙ্গত অ্যাস্ট্র অলিম্পিয়াডের উদ্দেশ্য হচ্ছে তরুন শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণা তথা মহাকাশ গবেষণায় আগ্রহী করে তোলা। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে নির্বাচিত ৩০ শিক্ষার্থী আগামী ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। জুনিয়র ও সিনিয়র গ্রুপ থেকে দুইজন করে নির্বাচিত করে আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় আন্তর্জাতিক অ্যাস্ট্রো অলিম্পিয়াডে পাঠানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)