Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাইটস যশোরের উদ্যোগে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এখন সময়: শনিবার, ১৯ জুলাই , ২০২৫, ০৯:৩৫:৩৭ এম

প্রেসবিজ্ঞপ্তি : মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে দুদিনব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ শুক্রবার ১৮ জুলাই বিকেলে শেষ হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র আয়োজনে গত বৃহস্পতিবার সকালে সংগঠনের কনফারেন্স রুমে শুরু হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যসহ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক বাদশা মিয়া। দুদিন ব্যাপী এ কর্মসূচির সেশন পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা, ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ রুমকি ও তথ্য কর্মকর্তা ও প্রকল্পের সোশ্যাল মবিলাইজার বজলুর রহমান । জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক এ কর্মসূচিতে অংশগ্রহণকারী সারভাইভাররা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তাদের মতামত উপস্থাপন করেন। কর্মসূচিতে যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ২২ জন মানব পাচারের পর উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ সারভাইভার উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)