প্রেসবিজ্ঞপ্তি: সাংবাদিক ইউনিয়ন যশোর ৯ জন পেশাদার সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেছে। ১৭ জুলাই সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
নতুন সদস্যরা হলেন, রাব্বি আল আমিন (ডিবিসি নিউজ), রোকনুজ্জামান রিপন (যশোর জেলা প্রতিনিধি, এসএ টিভি), ইমরান হোসেন রাজ (ক্যামেরাপারসন চ্যানেল আই), তহীদ মনি (জেলা প্রতিনিধি জিটিভি ও বিশেষ প্রতিনিধি দৈনিক লোকসমাজ), নিজাম উদ্দীন ভূঁইয়া শিমুল (স্টাফ রিপোর্টার দৈনিক গ্রামের কাগজ), মনিরুজ্জামান মনির (জেলা প্রতিনিধি বৈশাখী টিভি ও স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার ভোর), শরিফ খান (ক্যামেরাপারসন ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), শিশির কান্তি বিপুল (বার্তা সম্পাদক দৈনিক রুপান্তর প্রতিদিন) ও রায়হান সিদ্দিক (স্টাফ রিপোর্টার দৈনিক কল্যাণ।
সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ এমএ আর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ ডাকুয়া।
সভায় সংগঠনের নতুন সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।