নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আইডিয়া প্রতিযোগিতার অংশ হিসেবে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় গণসাক্ষর, বৃক্ষ রোপন ও আলোচনা সভা। জেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিপ্লবের ধ্বনি নতুন প্রজন্মের কণ্ঠে স্লোগানে স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, এ আয়োজনের মধ্যদিয়ে জুলাইকে নতুন করে তৈরি করতে চাই, যাতে করে কেউ ভুলে না যায়। এ আন্দোলনে যদি মায়েরা না থাকতো, তাহলে লাশের সারি বেশি হতো। বিপ্লব সফল না হতে পারতো । তারা ঢাল হিসেবে কাজ করেছে। এ সফলতার কারিগর মায়েরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক রাশেদ খান, যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ, জুলাই যোদ্ধা আল মামুন লিখন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোহানুর রহমান সোহাগ।
আলোচনা সভার পর জুলাই আন্দোলনের ডকুমেন্টরি দেখানো হয়।
এর আগে জেলা প্রশাসক জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবীতে দিন ব্যাপি গণসাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বৃক্ষ রোপন করা হয়।