ফুলতলা (খুলনা) প্রতিনিধি: আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফূলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ফুলতলা বাজারে এক প্রচার মিছিল বের করে। পরে ফুলতলা চৌরাস্তা চত্বরে উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও ফুলতলার তত্বাবধায়ক মাস্টার শেখ সিরাজুল ইসলাম। সেক্রেটারী মাওঃ সাইফুল হাসান খানের পরিচালনায় পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসভাপতি আলী আকবর মোড়ল, নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শেখ ওবায়দুল্লাহ, থানা কর্ম পরিষদ সদস্য ড. আজিজুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, জামায়াত নেতা ফ ম আব্দুর রহমান, মাওঃ জুবায়ের হোসেন ফাহাদ, মাস্টার মফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, হাফেজ আলামিন গাজী, মাওঃ মুস্তাফিজুর রহমান, হাফেজ ইদ্রিস আলী, নূর আলী আকুঞ্জী, ইমরুল কায়েস নিথু, জাকারিয়া হুসাইন, জুলহাস মোল্যা প্রমুখ।