Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে মাগুরার দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি

এখন সময়: শনিবার, ১৯ জুলাই , ২০২৫, ০৭:২৪:১৫ এম

 

শাহীন আলম তুহিন, মাগুরা : জুলাই গণঅভ্যত্থান বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি চিত্রাঙ্কনে অংশ নিয়েছে মাগুরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে চলছে ২৪ এ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র। মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলা পরিষদের সামনে জেলা ফায়ার সার্ভিস অফিসের দেয়াল, মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের দেয়ালে এ গ্রাফিতি চিত্রাঙ্কনের বিভিন্ন বিভিন্ন চিত্র শোভা পাচ্ছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, কেউ দেয়াল ঘঁষে পরিষ্কার করছে, কেউবা রং তুলি ব্রাশ হাতে নিয়ে গ্রাফিতি আঁকছে। শিক্ষার্থীদের আঁকা এ গ্রাফিতিতে ২৪ এর জুলাই গণঅভ্যত্থানের প্রাণ হারানো শিক্ষার্থী, ব্যক্তি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রতি, সমাজ ও রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুর্নীতি বন্ধকর, স্বৈরতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিশোধের অগ্নিময় উক্তি, গান আর নতুন বাংলাদেশের স্বপ্নের কথা ।

মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তন শুভ্র বলেন, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি আঁকা চলছে দেয়ালে দেয়ালে। আমরা জুলাই আন্দোলনের সকল শহিদদের ভুলিনি। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এ জুলাই আন্দোলনে আমরা হারিয়েছি মাগুরার ১০ প্রাণ। সেই সব শহিদদের প্রতি আমাদের শ্রদ্ধা। সেই শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই আমরা গ্রাফিতি আঁকছি।

গ্রাফিতিতে অংশ নেয়া মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী রঙ্গন রায়, শ্রীজন বলেন, জুলাই আগস্ট আন্দোলনের সকল শহিদ আমাদের গর্ব। তাদের রক্তের রাঙানো নতুন বাংলাদেশ পেয়েছে প্রাণ। সেই নতুন বাংলাদেশে আমরা তাদের স্মরণে গ্রাফিতি আঁকছি ।

মাগুরা সদরের রূপাটি হালিম মাদ্রাসার শিক্ষার্থী স্বর্ণালী ও শান্তা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ সকল শিক্ষার্থী আমাদের ভাই। তাদের স্মরণে এক বছর পূর্তিতে আমরা এ গ্রাফিতির ছবি আঁকছি। তুলে ধরছি ফ্যাসিস্ট সরকারের নানা চিত্র। সদরের জগদল রূপাটি হালিম মাদ্রাসার সহকারী শিক্ষক ফরহাদ বলেন,জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী গ্রাফিতিতে অংশ নিয়েছে। এ আন্দোলনে সকল শহিদদের প্রতি আমাদের রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। আর এ শ্রদ্ধা থেকেই আমরা গ্রাফিতিতে অংশ নিয়েছি।

মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের চারুকারু বিভাগের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে শিক্ষার্থীদের নিয়ে গ্রাফিতি আঁকাতে অংশ নিয়েছি। জেলার বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু চিত্র তুলে ধরছি। এখানে থাকছে শহিদ আবু সাঈদ, মুগ্ধ, ফাসিস্ট সরকারের নানা চিত্র ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)