পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছা শিববাটি ব্রিজের টোল স্থায়ীভাবে অবমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্র জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাড. রুহুল আমিন, এসকে মহিবুল্লাহ, আব্দুল কাদের নয়ন, তামিম রায়হান, আল মামুন, আবদুল্লাহ আল মামুন, হাফিজ বিন তারেক, হাফিজ আল আসাদ, আরিফুল ইসলাম রনি, তানভীর হোসেন, গাজী শহিদুল ইসলাম, ফসিয়ার রহমান প্রমুখ।
গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর তারা শিববাটি ব্রিজের টোল ঘর ভাঙচুর ও টোল আদায় বন্ধ করে দেয়। এতে ছাত্রদের প্রতি সাধুবাদ জানিয়ে স্বস্তি প্রকাশ করেন জনপদের সাধারণ মানুষ। এসময় তারা স্থায়ী টোল আদায় বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সেই থেকে বেশ কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি ইজারাদারের পক্ষে ফের টোল আদায় শুরু হয়।