ফুলতলা (খুলনা) প্রতিনিধি: জুলাই ২৪ শহীদদের স্মরণে ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেন, মৎস্য অফিসার মোঃ আলমগীর হোসেন, প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, এনসিপি নেতা জায়েদুর রহমান প্রিন্স, তোফায়েল আহমেদ, ডাঃ আব্দুল্লাহ চৌধুরী, ইউআরসি ইন্সটেক্টর গুলসান আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, আইসিটি অফিসার অজয় কুমার পাল, আনছার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, বিআরডিবি অফিসার তরিকুল হোসেন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মোঃ নেছার উদ্দিন, তোফাজ্জেল হোসেন প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।