ফুলতলা (খুলনা) প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে সোমবার দুপুরে পরিবার পরিকল্পনা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। দিবসের তাৎপর্য ও আমাদের অর্জন বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. সীমন্তী সাহা।
বক্তৃতা করেন স্বাস্থ্য কর্মী শিউলী আক্তার, সুরাইয়া আফরিন, শেখ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে কিশোর কিশোরী, এএনসি, পিএনসি, নরমল ডেলিভারী, সাধারণ রোগী এবং মা ও শিশু স্বাস্থ্যে বিশেষ অবদান রাখায় জামিরা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মঞ্জুরুল ইসলাম জেলা পর্যায়ে প্রথম, স্বাস্থ্য কর্মী নিগার সুলতানা, আখিরুন্নেছা খাতুন, মঞ্জুরুল ইসলাম, মুক্তা অধিকারী, জামিরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং জামিরা ইউনিয়ন পরিষদ উপজেলা পর্যায়ে প্রথম হওয়ায় অতিথিবৃন্দ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।