কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে তিন মাদক সেবীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ শরিফ নেওয়াজ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কেশবপুর উপজেলার আসামী মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০) আশিকুর রহমান (৫০), মোঃ বাপ্পী (২৫) আটক করে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কেশবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক আবুল কাসেমসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ।