নিজস্ব প্রতিবেদক: ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জনতার দুয়ারে দেশ গড়তে জুলাই পদযাত্রা যশোরে’ এই শ্লোগানকে সামনে রেখে যশোরে জাতীয় নাগরিক পাটি (এনসিপি’র) সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ১১ জুল্ইা যশোর ঈদগাহ মোড় সংলগ্ন কোর্ট মোড়ে এনসিপি’র সমাবেশে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির ্আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক উত্তর সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এই সমাবেশ সফল করার লক্ষে যশোর শহর ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণা লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়। কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, শুয়াইব হোসেন, ইমদাদুল ইসলাম, সালমা আক্তার আশা, আসমা ইসলাম, সায়মা সিদ্দিকা, জয়া জাকির, খন্দকার রুবাইয়া, সোহেলী ইসলাম, ফারিন আহম্মেদসহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ।