নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ জুলাই থেকে যশোর ঈদগাহ মাঠে শুরু হবে ৮ দিনব্যাপী বৃক্ষ মেলা। বিকেল ৪টায় মেলার উদ্বোধন করা হবে। গত বছর মেলায় অংশগ্রহণ করা সরকারি, বেসরকারি নার্সারি অংশ নিতে পারবে। অংশ নেয়া নার্সারিকে সান্ত্বনা পুরস্কার দেয়া হবে। মেলা সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে এ সভাা আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল আহসান হাবীব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা) জামাল উদ্দীন, জেলা শিক্ষা অফিসের স্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর শাকিরুল ইসলাম, নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা ফরেস্টার আব্দুল কুদ্দুসসহ নার্সারির মালিকরা।