Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে প্রস্তুতি সভা

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৮:১৮:২০ পিএম

 

মাগুরা প্রতিনিধি: মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস সমূহ উদযাপনে প্রস্তুতিসভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সভায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মাগুরায় গণঅভ্যুত্থানে  শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ, মাগুরায় ৪ শহিদের গুলিবিদ্ধ স্পটে স্মৃতিফলক নির্মাণসহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের, সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। এ-র আগে জেলায় ইট প্রস্তুত, ইটভাটা পরিচালনা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা একই স্থানে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। সভায় ইটভাটা মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)