Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলা-ঢাকা ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ১০:২০:০০ পিএম

 

ম.ম.রবি ডাকুয়া, মোংলা: বন্দর ও পর্যটন নগরী মোংলার রেল স্টেশন হতে ‘মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা’ দুটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মোংলায় মানববন্ধন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে  পৌরসভা চত্বরে মোংলাবাসী ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি হাবিব মাস্টার, মোংলা পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর আ. কাদের, পর্যটন ব্যবসায়ী জামায়াত নেতা আনিসুর রহমান, সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের এমাদুল হাওলাদার, মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)