Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাজগঞ্জে টানা বৃষ্টিতে ধানের বীজতলা মাছের ঘের ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৭:০৯:০৩ পিএম

 

জসিম উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে টানা ভারি বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম বিপর্যয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের কাঁচা ফসল ও শত শত মাছের ঘেরের। মঙ্গলবার সকালে রাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাকা ও কাঁচা রাস্তায় হাঁটুসমান পানি জমে আছে।ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে,  আরও দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে। টানা বৃষ্টির কারণে রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মাছের ঘের, পুকুর, কাঁচা রাস্তা ও নিম্নাঞ্চলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রাজগঞ্জের ঝাঁপা গ্রামের এক কৃষক বলেন, আমাদের এলাকায় আমন ধানের বীজতলা সম্পূর্ণ প্রায় নষ্ট হতে চলেছে। ধান রোপণের জন্য প্রস্তুত রাখা জমিও এখন থমথমে পানির নিচে। সবজির ক্ষেতেও হাঁটুপানি জমে গেছে। ঝাঁপা গ্রামের এক মাছচাষি জানান- ছোট ছোট মাছের ঘেরের ভেড়ি ভেঙে মাছ বেরিয়ে গেছে। বড় বড় ঘেরের অবস্থাও টলমল। যে কোনো সময় ভেড়ি ভেঙে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

চালুয়াহাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম মারুফুল হক বলেন, অতি বৃষ্টির কারণে আমন ধানের বীজতলা তলিয়ে গেছে এবং কাঁচা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)