Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫, হাত উচিয়ে বাস থামাতে গেলে ভ্যান চালককে চাপা

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ১০:০৩:০৭ পিএম

 

নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর : মণিরামপুরে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত এবং ৩ জন আহতের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর সরকারি কলেজ মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দসহ বাস চালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলো গাইবান্ধা জেলার শাঘাটার আব্দুল্লাহপুর গ্রামের রাজন মিয়ার ছেলে রতন মিয়া (২৭) এবং অপরজন ভ্যান চালক মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শেখ নাজমুল হাসান (৪০)। আহতরা হলেন গোপালপুর গ্রামের মকলেস মোড়লের ছেলে শোয়েব আক্তার, জালঝাড়া গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে ইব্রাহিম গাজী এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ও আহতরা স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা মেট্রো জ-১১-১৩১৪ নম্বরের একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যি মণিরামপুর সরকারি কলেজ মোড়ে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রতন মিয়ার মৃত্যু হয়। তাৎক্ষণিক ভ্যান চালক শেখ নাজমুল হাসান বাসটির গতিরোধ করতে সামনে গিয়ে হাত উঁচিয়ে থামানোর চেষ্টা করলে বাসটি তাকেও চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস এবং মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি জব্দসহ বাস চালককে আটক করা হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)