Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবির এমবিএ স্কুলের জাতীয় সেমিনার

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০১:৩৬:০৭ পিএম

 

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন (এমবিএ) স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

সংশ্লিষ্ট স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।

আরও বক্তব্য রাখেন সেমিনারের রিসোর্স পারসন ওটিসি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর দেওয়ান আতিফ রশিদ, মার্কটেল বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. মো. শরিফুল ইসলাম দুলু এবং মেটলাইফ বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার, মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী জাফরিন জাহান তাসিন।

সেমিনারের দ্বিতীয় পর্বে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। সেখানে রিসোর্স পারসনগণ ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রস্তুত করে গড়ে তোলার নানা দিক তুলে ধরেন।

এ সেমিনারে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা অংশগ্রহণ করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)