নিজস্ব প্রতিবেদক: মানহানির অভিযোগে দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ-দৌলা মিথুনসহ দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার অভয়নগরের নওয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদরাসার সুপার হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। অপর আসামি হলো, নওয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার ট্রেড ইন্সট্রাক্টর নাহিদ সুলতান। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
মামলার অভিযোগে জানা গেছে, মাদরাসার কারিগরি শাখার ট্রেড ইন্সট্রাক্টর নাহিদ সুলতানের বিরুদ্ধে অভিভাবকরা অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগ দেন। ২০২৩ সালের ২৩ জুন ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হলে সর্বসম্মতিক্রমে নাহিদ সুলতানকে শোকজ করা হয়। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ২ লাখ ৪৪ হাজার ৪৭০ টাকা আত্মসাতের সত্যতা পেয়ে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নাহিদ সুলতান মাদরাসার হিসাব নম্বরে ২ লাখ ৪৪ হাজার ৪৭০ টাকা জমা দেন।
এরপর থেকে নাহিদ সুলতান মাদরাসার সুপারের ক্ষতি করার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০২৩ সালের ৩০ আগস্ট সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে দৈনিক কল্যাণ পত্রিকায় মাদরাসার সুপারের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করান। সংবাদের মধ্যে নাহিদ সুলতান সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের পক্ষে বিবৃতি দেন। একই সাথে নাহিদ সুলতান সুপারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য লিখে শিক্ষকদের কাছে বিলি করেন। এ ঘটনায় সুপার ৩১ আগস্ট তার লিখিত বক্তব্য প্রতিবাদ হিসেবে প্রকাশের জন্য অফিসে গেলে কর্তৃপক্ষ তাড়িয়ে দেন। ঘটনার সময় অনুকূল পরিবেশ না থাকায় বর্তমানে পরিবেশ ফিরে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।