Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে যৌতুক মামলা

এখন সময়: সোমবার, ৭ জুলাই , ২০২৫, ০২:৩৩:১৪ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার সদরের নরেন্দ্রপুর গ্রামের সোহেল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।

আসামিরা হলো, নরেন্দ্রপুর গ্রামের হারুন অর রশিদের মেয়ে ও বাদীর স্ত্রী তাসলিমা, ইব্রাহিম হোসেন ও তার স্ত্রী আকলিা, চাউলিয়া গ্রামের হাবিবুর রহমান ও তার স্ত্রী সখিনা বেগম এবং কচুয়া গ্রামের ফরিদের স্ত্রী রোজিনা বেগম।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা তাসলিমার নিকট আত্মীয়। ২০২১ সালের ২৫ জানুয়ারি সোহেল ইসলাম পারিবারিকভাবে তাসলিমাকে বিয়ে করেন। বিয়ের সময় সাধ্য অনুযায়ী গহনা ও অন্যান্য জিনিসপত্র দেয়া হয় তাসলিমাকে। সংসার জীবনের তাদের একটি পুত্র সন্তান আছে। অপর আসামিদের পরামর্শে তসলিমা তার স্বামীর কাছে ৫ লাখ টাকা অথবা বাড়ির জমি লিখে দেয়ার জন্য চাপ দেন। বিষয়টি সোহেল ইসলাম গুরুত্ব না দিলেও পরে তার স্ত্রী এনিয়ে সংসারে নানা অশান্তি শুরু করে। চলতি বছরের ২ মে তাসলিমা কাউকে কিছু না বলে বাড়িতে রাখা নগদ টাকা গহনাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে যায়। অনেক খোঁজাখুজির পর সোহেল ও তার স্বজনরা জানতে পারেন তাসলিমা অপর আসামি হাবিবুর রহমানের বাড়ি আছে। ১৩ জুন তাসলিমাকে আনতে গেলে যৌতুকের ৫ লাখ টাকা অথবা বাড়ির জমি তার নামে লিখে না দিলে সংসার করবেনা বলে জানিয়ে দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)