Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রূপসায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:১২:১৮ পিএম

রূপসা প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় । ৪ মে রোববার বিকেল ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু । বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন , সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক হোসেন, নির্বাচন কর্মকর্তা মুরাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু, জামায়াত ইসলামী রূপসা উপজেলা শাখার আমির মাওলানা লবিবুল ইসলাম, শিয়ালী এসডিসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হিল্লোল মুখার্জী, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, বিএনপি নেতা এস এম এ মালেক, আইচগাতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, উদীচী শিল্পী গোষ্ঠী খুলনা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী সুখেন রায়, গোপাল চন্দ্র কুশারী, শিক্ষক সুদীপ্ত মহলী, নৃপেন্দ্রনাথ রায় , শ্যামল কুমার দাস, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমূখ। সভায় আগামী ৮ মে (২৫ বৈশাখ) থেকে ৩দিনব্যাপী রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে অবস্থিত রবি ঠাকুরের পিতৃ পুরুষের বসতভিটা রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং রবীন্দ্র মেলার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)