কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : শনিবার রাতে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কে পুরাতন পুলিশ চেক পোস্টের কাছে দেড় ঘণ্টাব্যাপী দুঃসাহসিক ডাকাতি হয়েছে। ডাকাতের কবলে পড়া ট্রাক ও মাইক্রো চালক জানান, শনিবার রাত ১১ টা ২০ মিনিটের দিকে ৮/১০ জনের অস্ত্রধারী ডাকাত দল রাস্তার উপর খেজুর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এরপর ডাকাতরা ট্রাক, মাইক্রো, আলমসাধু, ইজিবাইক ও পাওয়ার টিলারের গতিরোধ করে ডাকাতি শুরু করে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা ডাকাতিকালে ডাকাতরা কোটচাঁদপুরগামী ট্রাক ঝিনাইদহ-ট-১১-০০৫২ নম্বর গাড়ির মালিক দেলোয়ার হোসেনের কাছ থেকে নগদ ১৬ হাজার ৫’শ টাকা ও ট্রাকে ব্যবহৃত হুইল রেঞ্জ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা ট্রাকের ত্রিপল এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতিসাধন করে। ডাকাতরা মাইক্রো চালক রুহুলের কাছ থেকে ১ হাজার টাকা, যাত্রীদের কাছ থেকে ১০ হাজার টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। মাইক্রো চালক রুহুল জানান, মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনরা কোটচাঁদপুর থেকে মেহেরপুরে যান। সেখান থেকে ফেরার পথে তারা ডাকাতের কবলে পড়েন। একই সময় আলমসাধুতে সাফদারপুর যাওয়ার সময় এক কলা ব্যবসায়ীর কাছ থেকে ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এছাড়া ইজিবাইক ও পাওয়ার টিলারে ডাকাতি করা হয়। খবর পেয়ে শহরের টহল পুলিশ ও পরবর্তীতে কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থলে যান। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ জানান, শনিবার রাতে একটি মাইক্রোবাস ও ট্রাকে দস্যুতা হয়েছে।