নিজস্ব প্রতিবেদক : যশোর সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য সভা শুক্রবার বিকেলে পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কবি নান্নু মাহবুবের সভাপতিত্বে কাজী মাজেদ নাওয়াজের সঞ্চালনায় এবং যশোরের সুপরিচিত ও প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক ও ছড়াকারদের অংশ গ্রহণে এই সাহিত্য সভা ছিল প্রাণবন্ত।
এদিন উপস্থিত ১১ কবির কবিতা দিয়ে আলোচনা হয়। সাহিত্য পরিষদের সভাপতি শাহীন ইকবাল, সাংস্কৃতিক জন হারুন অর রশিদ, মঙ্গল শোভাযাত্রার স্রষ্টা মাহবুব জামাল শামিম, মাহফুজুর রহমান, কবি ও সাংবাদিক মিলন রহমান, প্রনব দাস, আরশি গাইন, মৃন্ময় মনির, মারুফুল আলম, গাজী তৌহিদ, শাহরিয়ার সোহেল কবিতা নিয়ে আলোচনা করেন। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে দীর্ঘ বিরতির পরে সাহিত্য পরিষদের এই সাহিত্য আসর কবি সাহিত্যিক দের মাঝে প্রাণের সঞ্চার সৃষ্টি করছে।