Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শুধু ব্যক্তির পরিবর্তন নয়, পদ্ধতিরও পরিবর্তন প্রয়োজন : ডিসি যশোর

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:০৪:৫২ পিএম

 

বাবুল আক্তার, চৌগাছা: যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, শুধু ব্যক্তির পরিবর্তন করলে দেশে শৃঙ্খলা ফিরে আসবেনা। দেশে সম্পূর্ণ শৃঙ্খলার মধ্যে আনতে হলে প্রচলিত পদ্ধতিরও সংস্কার করা প্রয়োজন। পদ্ধতি বদলে গেলে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও বদলে যাবে।

বৃহস্পতিবার চৌগাছা উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আরো বলেন, তরুণরা চ্যালেঞ্জ নিতে পারে এজন্য তরণরাই আগামির বাংলাদেশ গড়বে। নতুন বাংলাদেশ গড়ার জন্য এলাকার ছোট ছোট সমস্যা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সমাধান করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা চাকরি করার জন্য আসেনি। জনগণের সেবা দেয়ার জন্য এসেছি। এই মানসিকতা নিয়ে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে’। তিনি বলেন, কোনো কর্মকর্তা যদি এখনো তার মানসিকতার পরিবর্তন করতে না পারেন তাহলে তিনি হবেন দুর্ভাগা। তার জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে।

অনুষ্ঠানের শুরুতে উন্মুক্ত আলোচনায় উপস্থিত সাংবাদিক শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথির মাধ্যমে সমাধানের অনুরোধ জানায়। প্রশ্ন উত্তর পর্বে বলেন, সম্ভব হলে স্থানীয় উদ্যোক্তা তৈরির মাধ্যমে এলাকার ছোট ছোট উন্নয়ন মুলক সমস্যার সমাধান করতে হবে। 

সরকারি জমি দখল, খননকৃত কপোতাক্ষ নদের পাড় কেটে মাটি বিক্রি ও নদ দখল হয়ে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে প্রধান অতিথি বলেন, সরকারি স্থাপনা, সরকারি প্রতিষ্ঠানের জমি দখল করে কেউ রেহাই পাবেনা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ তিনি। নদের মাটি কাটা ও নদ দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানকে পুলিশের সহযোগিতায় জেল জরিমানাসহ কঠোর শাস্তির মাধ্যমে প্রতিরোধ করার নির্দেশ দেন।

এছাড়া উপজেলায় বাস টার্মিনাল, মডেল মসজিদ নির্মাণ, দেশ সেরা মডেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ও চিকিৎসক সংকটের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন তিনি।

বক্তৃতা শেষে দারিদ্র বিমোচনের জন্য দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় আউশ ও পাট চাষীদের মধ্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের উপস্থাপনায় এসময় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারী কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওয়ালিয়র প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহসভাপতি রহিদুল খান, সেক্রেটারী আজিজুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএপির সেক্রেটারী মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. নুরুজ্জামান, পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)