কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুর শহরের আল কুরআন ইনস্টিটিউটের হিফজ শিক্ষার্থীকে প্রহার করার ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘন্টা পর খুলনা রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। শিক্ষক কর্তৃক প্রহারের শিকার রোহান (১৩) এর পিতা রশিদ মোল্লা জানান, শনিবার বিকাল ৪টার দিকে হিফজ ক্লাস চলাকালে শিক্ষক আবুল বাশার তার ছেলেকে প্রহার করেন। এ ঘটনায় সন্ধ্যা ৬টার পর থেকে রোহান নিখোঁজ হয়। তার পারিবারিক সূত্র জানায়, ছেলে রোহান শারীরিকভাবে অসুস্থ থাকার পরও প্রায় তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হত। ঘটনার দিন বিকালে ক্লাস চলাকালে হিফজ বিভাগের শিক্ষক আবুল বাশার তাকে বেদম প্রহার করার পর রোহান নিখোঁজ হয়। অবশেষে রবিবার দুপুরে খুলনা রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে। ছাত্র প্রহারের ঘটনায় শনিবার রাতে শিক্ষক আবুল বাশারকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে আল কুরআন ইনস্টিটিউটের পরিচালক সব্দুল হোসাইন বলেন, পড়ায় মনোযোগি না থাকার কারণে তাকে মৃদু চড় থাপ্পড় মারা হয়েছে, প্রহার করা হয়নি।