নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের কানাইতলায় একটি খাবার হোটেলে পঁচা ও বাসি খাবার দেয়ার প্রতিবাদ করায় হোটেল মালিক ও তার সহযোগীরা চারজনকে মারপিটে জখম করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরের বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে বাবুল আলম বাবু ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭জনের নামে মামলাটি করেছেন।
আসামিরা হলো, সদর উপজেলার সতীঘাটা ভাটপাড়ার আলাউদ্দিন আলার ৪ ছেলে বিপুল (৩৮), শিমুল (৩৫), হুমায়ুন (৩২), ইমরান (২৯) এবং আব্দুল জলিলের ছেলে আজিবার (৪০)।
এজাহারে বাবু উল্লেখ করেছেন, গত ৩ এপ্রিল রাত ১১টার দিকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে বিপুলের হোটেলে খাবার খেতে যান। সে সময় সাথে ছিলো তার ভাইরাভাই সিটি কলেজ পাড়ার মমিন (৪৭), বারান্দীপাড়া কদমতলা এলাকার চন্ডি বিশ্বাসের ছেলে অনু বিশ্বাস (৪৭) এবং ঝুমঝুমপুর চান্দের মোড়ের সাদেক আলীর ছেলে ইয়াসিন (৪৮)। হোটেলে পচা ও বাসি খাবার দেয়া হলে তিনি প্রতিবাদ করেন। এই নিয়ে তার সাথে কথাকাটাকাটি হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে আসামিরা একযোগে তাকে মারপিটে জখম করে। তার সাথে থাকা অন্য তিনজন ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করে। তার ভাইরাভাইয়ের কাছে থাকা ১ লাখ ৯৬ হাজার টাকা কেড়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা তাদের ছেড়ে দেয়। পরে তিনিসহ অন্যান্যরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং মামলা করেন।