রূপসা প্রতিনিধি: খুলনা ইট প্রস্তুতকারী মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠন খুলনা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার সকাল থেকে খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে দুপুরে খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা জেলা শাখার সভাপতি শাহজাহান জমাদ্দার। এ সময় বক্তৃতা করেন মালিক সমিতির উপদেষ্টা ইদ্রীস আহম্মেদ জমাদ্দার, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ জমাদ্দার, ভাটা মালিক মোল্লা বাশির আহম্মেদ, মোল্লা এনামুল কবির, শামীম আহম্মেদ সরদার, শ্রমিক নেতা নাসির ফকির, বাবু শেখসহ আরো অনেকে।