Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রূপসায় অভিযানের প্রথম দিনে অবৈধ ২২ ইটভাটা বন্ধ

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫৭:২৪ পিএম

 

রূপসা প্রতিনিধি: রূপসায় আদালতের নির্দেশনার আলোকে  অবৈধ ইটভাটা বন্ধে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রূপসা উপজেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী। অভিযানে তিনি ২২টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেন। উপজেলা প্রশাসনের  নেতৃত্বে অভিযানে অংশ নেয় থানা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুত সমিতির একটি দল। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রূপসার  বিভিন্ন স্থানে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশনা পেয়ে রূপসার সকল ভাটা মালিকদের নিকট ১ মার্চ তারিখের মধ্যে ইটভাটার বৈধ কাগজপত্রসহ সকল প্রমানাদি নিয়ে উপজেলা নির্বাহী দপ্তরে দেখাতে বললেও সকল ইটভাটার মালিক প্রমাণাদি দেখাতে ব্যার্থ হয়েছে। এ থেকে বোঝা যায় রূপসায় একটি ইটভাটারও বৈধ কাগজপত্র নেই। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ ইটভাটার ধোঁয়া ও শব্দ দূষণের কারণে আশপাশের জনজীবন বিপর্যস্ত হচ্ছিল। প্রশাসনের কঠোর পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেন এবং এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান। পক্ষান্তরে ইটভাটা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন  ইটভাটা একটি শিল্পপ্রতিষ্ঠান এখানে লক্ষাধিক শ্রমিকের জীবন জীবিকার বিষয় জড়িত রয়েছে। ইটভাটা তাৎক্ষণিক বন্ধ হলে এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)