রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীনের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু।
নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে ও বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তৃতা করেন যুগিহাটী আমিনিয়া মাদরাসার প্রিন্সিপাল মুহাদ্দিস আঃ রহমান, চাঁদপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা জাহাঙ্গীর আলম, যুগিহাটী, খানমোহাম্মাদপুর শিরগাতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম, সামন্তসেনা দারুচ্ছুন্নাহ সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শফিউল্লাহ নেছারী, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী প্রমুখ।