Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒থাকছে নানা আয়োজন

যশোর সম্মিলনী ইনস্টিটিউশনে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী কাল

এখন সময়: শুক্রবার, ২৮ মার্চ , ২০২৫, ০৫:২৮:৪৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সম্মিলনী ইনস্টিটিউশন। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সগৌরবে
পেরিয়েছে ১৩৬ বছর। ১ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমতি প্রাপ্তির
দিনটিকে ধরেই ২০১৭ সাল থেকে এদিনটি ( ১ জানুয়ারি) পালিত হয় সম্মিলনী
ইনস্টিটিউশন দিবস হিসেবে।
এবার ২০২৫ এর ১ জানুয়ারি সম্মিলনী ইনস্টিটিউশন দিবস স্মরণে ৮ ফেব্রুয়ারি
অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর মহাযজ্ঞ।
সম্মিলনী ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে আবারো কৈশোরের সেই স্মৃতির আঙিনায় মিলিত হতে শত ব্যস্ততাও এখন শেষ প্রান্তে। বিশ্বময় ছড়িয়ে আছে সম্মিলনীর হাজারো সন্তান। আপন মহিমায় মহিমান্বিত যশোর তথা বাংলাদেশের গর্বিত সম্মিলনী সন্তানেরা। আবারো মিলিত হতে আসছেন অনেকেই। রাজনৈতিক পট পরিবর্তনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের আয়োজনেও থাকবে প্রাণের স্পন্দন।
প্রাক্তন ছাত্র ও মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমকে সামনে রেখে সাজানো হয়েছে পুনর্মিলনীর দিনব্যাপী এই অনুষ্ঠান। সকাল দশটায় স্মৃতির আঙিনা থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকাল তিনটা থেকে প্রাক্তন ছাত্র নবীন প্রবীণের উপস্থিতিতে আবারো প্রাণময় হয়ে উঠবে স্কুল চত্বর। আয়োজনে থাকছে স্মৃতিচারণ, প্রাক্তন ৬ গুণী ছাত্রের সংবর্ধনা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ।
দিনটি উপলক্ষে স্কুল ভবনে করা হয়েছে আলোক সজ্জা। চলছে বিশাল প্যান্ডেল
নির্মাণ কাজ। প্রতিদিনই চলছে নিবন্ধন কার্যক্রম। স্কুল এখন প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে মুখরিত। এবারের আয়োজনে সংবর্ধিত হচ্ছেন ১৯৬২ এসএসসি ব্যাচের দেবব্রত ঘোষ, ১৯৬৬ ব্যাচের সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইসহাক ও বিশিষ্ট ঠিকাদার মইন উদ্দিন বাঁশি, ১৯৬৭ ব্যাচের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব চিন্ময় সাহা ও অধ্যাপক ডাক্তার সৈয়দ আফজালুল করিম লাকি এবং ১৯৬৮ ব্যাচের বীর
মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। গোটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুলটির প্রাক্তন ছাত্র ঢাকা ইব্রাহিম কার্ডিয়াকের সিইও ডাক্তার এম এ রশিদ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)