কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : বুধবার গভীর রাতে কোটচাঁদপুর পৌর এলাকার নওদা গ্রামে সেনা সার্জেন্ট আক্তারুজ্জামানের বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের এলোপাতাড়ি লাঠিপেটায় মোমেনা (৫০) নামে এক গৃহিনী আহত হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, বুধবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতরা মশিয়ার রহমানের বাড়ির কলাপসিবল গেইট ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর ডাকাতরা নগদ টাকাসহ কাপড় চোপড় লুট করে। এ সময় ডাকাতদের এলোপাতাড়ি আঘাতে মোমেনা আহত হন। এ ঘটনার পর ডাকাতরা সেনা সার্জেন্ট আক্তারুজ্জামানের বাড়ির প্রধান গেট ও কলাপসিবল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় সেনা সার্জেন্টের স্ত্রী শারমিন (৩৫) নিজ ঘর আটকিয়ে ভিতরে থাকার কারণে তিনি ডাকাতদের হাত থেকে রক্ষা পান। শারমিন আক্তার আরো জানান, আগে থেকে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে খাওয়ানোর কারণে বাড়ির সবাই অচেতন হয়ে ঘুমিয়ে ছিল। এ ঘটনায় আলামিন (৩০) ও আদুরি (২২) নামে দুইজনকে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার্স ইনচার্জ কবির হোসেন মাতুব্বরের সাথে কথা হলে তিনি বলেন, নওদাগায় ডাকাতি হয়নি। ওখানে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।